Sambad Samakal

Chhattisgarh: ১০৪ ঘণ্টার একটানা চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার বালক!

Jun 15, 2022 @ 10:46 am
Chhattisgarh: ১০৪ ঘণ্টার একটানা চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার বালক!

একটানা ১০৪ ঘণ্টার চেষ্টায় অবশেষে কুয়ো থেকে উদ্ধার করা হল ছত্তিশগড়ের বালককে। গত শুক্রবার জঞ্জগির চম্পা জেলায় একটি ৮০ ফুট গভীর কুয়োর মধ্যে পরে যায় ওই বছর ১১-র বালক। তারপর থেকেই শুরু হয় উদ্ধারকাজ। এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, পুলিশ, সেনাবাহিনী কে নেই সেখানে! ছত্তিশগড়ের অখ্যাত গ্রামের ওই বালককে বাঁচাতে মরণপণ লড়াই চলতে থাকে ১০৪ ঘণ্টা ধরে।

অবশেষে গতরাতে মুখ ও বধির ওই বালককে অক্ষত অবস্থায় কুয়োর ভেতর থেকে উদ্ধার করা হয়। আপাতত সুস্থই আছে ওই বালক। দেশের বিভিন্ন প্রান্তে এর আগেও এই ধরনের উদ্ধার কাজ হয়েছে। কিন্তু এটিই সম্ভবত সবথেকে দীর্ঘ সময় ধরে চলা উদ্ধারকাজ। কমবেশি ৫০০ কর্মীর লাগাতার চেষ্টায় সফলতা এসেছে। উদ্ধারকাজের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *