Sambad Samakal

Blood: জীবনদায়ী ওষুধের পর রক্ত! ফের দাম বাড়াচ্ছে কেন্দ্র!

Jun 16, 2022 @ 7:59 pm
Blood: জীবনদায়ী ওষুধের পর রক্ত! ফের দাম বাড়াচ্ছে কেন্দ্র!

দেশে কয়েক দফায় দাম বেড়েছে বিভিন্ন জীবনদায়ী ওষুধের। এবার ফের রক্তের দাম বাড়ানোর কথা ভাবছে কেন্দ্রীয় সংস্থা! সংবাদ সংস্থা সূত্রে খবর, ন্যাশানাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বিভিন্ন রাজ্যে একটি পরামর্শ পাঠিয়েছে। তাতে বলা হয়েছে ইউনিট প্রতি রক্তের দাম ১০০ টাকা করে বাড়ানো হোক। কারণ পেট্রোপণ্য সহ সমস্ত কিছুরই খরচ বেড়েছে। দেশে ২০১৪ সাল থেকে এক ইউনিট রক্তের দাম ছিল ১৪০০ টাকা।

প্রসঙ্গত, ২০০৮ সালে রক্তের দাম ছিল ইউনিট প্রতি ৮৫০ টাকা। বিশেষজ্ঞদের একাংশের মতে, বর্তমানে ফের রক্তের ইউনিট প্রতি দাম বাড়ালে আদতে বিপদে পড়বেন সাধারণ মানুষ। কারণ ইউনিট প্রতি রক্ত সংরক্ষণ, বিভিন্ন পরীক্ষা ও ট্রান্সফিউশনের জন্য আলাদা খরচ হয়। সব মিলিয়ে ইউনিট প্রতি রক্তের দাম ২ হাজার টাকাও ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের আরও একটি অংশের মতে, রক্ত বা রক্ত সংক্রান্ত সামগ্রীর দাম বাড়াতে হলে সাধারণত ন্যাশানাল ফার্মাসিউটিক্যাল কাউন্সিলের মাধ্যমেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে সেই প্রথাও মানা হয়নি। ফলে ঘুরপথে জীবনদায়ী রক্তের দাম অনেকটাই বাড়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *