Sambad Samakal

Chief Justice: দেশের প্রধান বিচারপতি পদে শপথ চন্দ্রচূড়ের

Nov 9, 2022 @ 11:22 am
Chief Justice: দেশের প্রধান বিচারপতি পদে শপথ চন্দ্রচূড়ের

বুধবার দেশের ৫০তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী দু’বছর পদে থাকবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ২০২৪ সালের ১০ নভেম্বর মেয়াদ শেষ হবে তাঁর। মঙ্গলবারই প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন বিচারপতি উমেশ উদয় ললিত। মাত্র ৭৪ দিন তিনি প্রধান বিচারপতির দায়িত্ব সামলান।

২০১৬ সালের ১৩ মে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন চন্দ্রচূড়। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সাংবিধানিক বেঞ্চের অংশ থেকেছেন। অযোধ্যার জমি বিবাদ মামলা, গোপনীয়তা রক্ষার অধিকারের মতো মামলার অংশ থেকেছেন। সমকামী সম্পর্ককে অপরাধমুক্ত করার প্রধান কারিগর ছিলেন তিনি। তিনিই ৩৭৭ ধারার আংশিক প্রত্যাহারের রায় দেন। আধার তথ্যে নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকার ভঙ্গ, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার মামলারও অংশ থেকেছেন। করোনার সময় সাধারণ মানুষকে রেহাই দিতে একাধিক মামলা গ্রহণ করেন তিনি। অবিবাহিত মহিলাদের গর্ভপাতের অধিকার নিয়েও সম্প্রতি রায় শোনায় তাঁর নেতৃত্বাধীন বেঞ্চ। সম্প্রতি ধর্ষণের ক্ষেত্রে দুই আঙুলের পরীক্ষাকেও বেআইনি ঘোষণা করেন তিনি।

বাবা যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন। তাঁরই সুযোগ্য পুত্র ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের হাত ধরে এই প্রথম প্রধান বিচারপতি হিসেবে দেশ বাবা ও ছেলেকে পেল।

অর্থনীতিতে স্নাতক প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। এলএলবি পাশ করেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। এরপর আমেরিকার হার্ভার্ড ল স্কুল থেকে এলএলএম এবং ডক্টরেটও করেন। সুপ্রিম কোর্টের পাশাপাশি বম্বে হাইকোর্টেও প্র্যাকটিস করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ইউনর্সিটি অফ মুম্বইয়ে তুলনামূলক সাংবিধানিক আইন বিষয়ের অধ্যাপনাও করেছেন। ১৯৯৮ সালে তাঁকে সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করে মুম্বই হাইকোর্ট। ওই বছরই অতিরিক্ত সলিসিটর জেনারেল হন এবং বিচারপতি নিযুক্ত হন।

বম্বে হাইকোর্টের বিচারপতিও নিযুক্ত ছিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন।

Related Articles