বাম-কংগ্রেস জোট “অনৈতিক”। সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের কাছে পরাজয় নিয়ে প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এমনটাই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় থাকে। তবে বাম-কংগ্রেসের জোট অনৈতিক। তাছাড়া বিজেপি এবার সাগরদিঘি কেন্দ্রে ভোট পেয়েছে মাত্র ২২ শতাংশ। হিসেব করে দেখলে বোঝা যায়, আদতে বাম ও কংগ্রেসের জোট হলেও বিজেপির একটা বড় অংশের ভোট গিয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থীর ঝুলিতে। আসলে তৃণমূলকে হারাতে তলায় তলায় জোট করেছে বাম-কংগ্রেস ও বিজেপি।”

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>