সম্প্রতি ‘রাজভবন প্রকাশনা’র নামে প্রকাশিত হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের লেখা বই ‘সাইলেন্স সাউন্ডস গুড’। আর সেই বইয়ের মলাটের ওপরেই ব্যবহার করা হয়েছে ভারতীয় প্রতীক অশোকস্তম্ভ। এভাবে ব্যক্তিগত কোনও বইয়ে কি অশোকস্তম্ভের মত রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার করা যায়? এপ্রশ্ন তুলে রাজভবনে ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কলকাতার রাজভবনে রাজ্যপালের বিশেষ সচিবের হাতে চিঠি তুলে দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “রাজ্যপালকে আমরা সম্মান করি। তাঁর বই লেখা ও প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু সেই বইয়ের মলাটে অশোকস্তম্ভের ব্যবহার করে নিজের পদের অপব্যবহার করেছেন।”
এরসঙ্গেই কুণালের প্রশ্ন, “রাজভবন প্রকাশনা নামের যে বইটি প্রকাশিত হয়েছে। এর নাম’তো আমরা আগে শুনিনি। এর কি ট্রেড লাইসেন্স আছে? বই বিক্রির টাকা কোন অ্যাকাউন্টে জমা পড়ছে? আমরা এই তথ্য চিঠি লিখে রাজ্যপালের কাছ থেকে জানতে চেয়েছি।”