সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে বঙ্গ বিজেপির। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের থেকে প্রায় ১৫ শতাংশ ভোট কমেছে। এই পরিস্থিতিতে হাল ধরতে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!
শুক্রবার রাতে নয়া দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে কলকাতায় ফিরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগস্ট মাসেই বঙ্গ সফরে আসতে চলেছেন অমিত শাহ। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি উত্তরবঙ্গে জনসভাও করতে পারেন তিনি।