Sambad Samakal

Kali Puja: জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি, জানেন ফিরিঙ্গি কালীবাড়ির পুজোর বৈশিষ্ট্য?

Nov 9, 2023 @ 6:28 pm
Kali Puja: জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি, জানেন ফিরিঙ্গি কালীবাড়ির পুজোর বৈশিষ্ট্য?

পর্তুগিজ সাহেব অ্যান্টনি তাঁর আরাধ্যা দেবীর নাম দিয়েছিলেন ‘শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানি’। আর তখন থেকেই মধ্য কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে ফিরিঙ্গি কালীবাড়ির পুজোর সূচনা।

সেই ধারা আজও চালু রয়েছে। এই ফিরিঙ্গি কালী মন্দিরের কিছু অভিনব বৈশিষ্ট্য রয়েছে। দক্ষিণমুখী কালীমন্দিরটি চাঁদনি শৈলীতে নির্মিত। মাতৃমূর্তি সাধারণ কালীবিগ্রহের মতোই। তবে দেবীর দক্ষিণে একটি অষ্টধাতুর দুর্গা, একটি শিবলিঙ্গও রয়েছে। এছাড়া মন্দিরে মা শীতলা ও মনসারও মূর্তি দেখা যায়।

বর্তমানে মন্দিরের সেবায়েতরা সকলেই ব্যানার্জি পরিবারের উত্তরাধিকারী। প্রতিদিন মিষ্টি আর ফল দিয়ে পুজো হলেও মাসে দু’বার করে হয় অন্নভোগ। এছাড়া প্রতিমাসের অমাবস্যায় আয়োজিত হয় বিশেষ পুজো। আবার পূর্ণিমার দিন হয় নারায়ণ পুজো। তবে কার্তিক মাসের অমাবস্যাতেই মন্দিরের বার্ষিক উৎসব হয় বলা চলে। সারাদিন ধরে চলে মায়ের পুজোপাঠ, আরাধনা। সেইসঙ্গে ঘুরে ফিরে আসে ফিরিঙ্গি সাহেবদের মন্দিরে পুজো দেওয়ার স্মৃতি।

Related Articles