ফের প্রকাশ্যে বঙ্গ বিজেপিতে শুভেন্দু-দিলীপ বিবাদ! বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের পাল্টা মুখ্যমন্ত্রীকে বয়কটের সিদ্ধান্ত নেয় বিজেপি। কিন্তু দলের এই সিদ্ধান্তে সহমত নন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ্যেই এই সিদ্ধান্তের বিরোধিতা করলেন তিনি। নিজের বিরোধিতার স্বপক্ষে দিলেন যুক্তিও। আর তাতেই রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি আড়াআড়ি ভাঙছে বঙ্গ বিজেপি?
শুক্রবার বিধানসভায় উপস্থিত হয়ে দলীয় বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। যদিও তাৎপর্যপূর্ণভাবেই শুভেন্দু চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা বিধানসভায় পর বিধানসভায় ঢোকেন দিলীপ। শুভেন্দুর অনুপস্থিতিতে তাঁরই ঘরে তাঁর পাশের চেয়ারটিতে বসেন দিলীপ। সেখানে তাঁকে উত্তরীয়, ফুল নিয়ে স্বাগত জানান বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা। খাওয়ান কফিও। সেই ঘর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে বিজেপির বয়কট নিয়ে প্রশ্নের উত্তরে সাফ জানান, “এই বয়কটের রাজনীতি, কালচার বদল হওয়া দরকার। এভাবে বিধানসভার গরিমা কমে যাচ্ছে। আমাকেও তো বয়কট করা হয়েছিল। রাস্তায়-ঘাটে আমাকে কালো পতাকা দেখানো হয়, বিক্ষোভ দেখানো হয়। পশ্চিমবঙ্গের কালচার শুধু বয়কটের রাজনীতি। এটা বদল হওয়ার দরকার।” পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে এই কালচারের বদল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।