Sambad Samakal

Weather: মেঘলা আকাশ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? কেমন থাকবে আবহাওয়া?

Mar 4, 2024 @ 9:28 am
Weather: মেঘলা আকাশ, ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? কেমন থাকবে আবহাওয়া?

সোমবার সকাল থেকেই মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্জা ও ঘূর্ণাবর্তের জেরে ঝড় ধেয়ে আসছে বাংলার দিকে। কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের সমস্ত জেলা ও পশ্চিমাঞ্চলের জোলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন জেলায় বিকেলের পরে ঘণ্টার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৩ শতাংশ।

Related Articles