সন্দেশখালি কাণ্ডে হাইকোর্টের পরে সুপ্রিমকোর্টেও ধাক্কা খেল রাজ্য! কলকাতা হাইকোর্টেট নির্দেশে কোনওরকম হস্তক্ষেপ করতে রাজি হলনা দেশের সর্বোচ্চ আদালত। ফলে ধৃত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিতে আর কোনও বাধা রইলনা কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের।
প্রসঙ্গত, মঙ্গলবারই সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গেই ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তরেও নির্দেশ দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার।