আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার পথে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির মহিলাদের নিয়ে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল।
এই মিছিলে মমতার সঙ্গী হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ধর্মতলা পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা রয়েছে। সেখানে বক্তব্য রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার সন্দেশখালি কাণ্ডে যখন উত্তপ্ত রাজ্য রাজনীতি, তখন ঠিক কী বার্তা দেন মমতা-অভিষেক।