আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র! জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপি সূত্রে খবর, ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে রেখার। এছাড়াও শারীরিক দুর্বলতা রয়েছে। পরিস্থিতি জটিল হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। আপাতত রেখা পাত্রের সমস্ত প্রচার কর্মসূচী বাতিল করা হয়েছে।