বাংলা থেকে চব্বিশের ভোটের ক’টা আসন পাবে বিজেপি? ভোটের মুখেই কমল শাহী টার্গেট! বুধবার বালুরঘাটে বিজেপি রাজ্য সভপতি তথা ওই আসনের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে এসে বিভ্রান্তি ছড়ালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে বঙ্গ বিজেপিকে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। এরপরে চলতি বছরের গত মাসে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বাংলা থেকে অন্তত ২৫টি আসন বিজেপি পাবে বলে দাবি করেছিলেন শাহ।
আর এদিন বালুরঘাটের জনসভা থেকে বাংলার মানুষের কাছে অমিত শাহ আবদেন করেন, ৩০টি আসনে যাতে বিজেপি প্রার্থীরা জেতে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ৩০ আসনের কথা বলে জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। উপস্থিত সমর্থকরা তাতে সম্মতিও দেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, কখনও ৩৫ বা ২৫, কখনও’বা ৩০ আসনের কথা বলে আসলে বিজেপির অন্দরের বিভ্রান্তিই প্রকাশ করে ফেললেন মোদির ডেপুটি।