Sambad Samakal

Weather: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি হবে? কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

Apr 13, 2024 @ 9:24 am
Weather: আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি হবে? কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

শনিবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। যদিও বেলা বাড়লে রোদের তেজ খানিকটা বাড়বে। বিকেলের পর থেকে আবহাওয়া অনেকটাই মনোরম হবে। তবে সারাদিনই অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে। দুপুরের পর থেকে গাঙ্গেয় উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ দু-এক পশলা ঝড়-বৃষ্টি হতে পারে।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৫ শতাংশ।

Related Articles