Sambad Samakal

Covid: কন্টেনমেন্ট জোন নয়, সনাক্তকরণে জোর দিলেন ফিরহাদ

Oct 25, 2021 @ 8:15 pm
Covid: কন্টেনমেন্ট জোন নয়, সনাক্তকরণে জোর দিলেন ফিরহাদ

সংবাদ সমকাল প্রতিবেদন।। কলকাতা

শহর কলকাতায় অধিকাংশ মানুষেরই কোভিড টিকার দুটি ডোজ সম্পন্ন হয়েছে। তাই করোনার প্রকোপ বাড়লেও খুব বেশি চিন্তার কারণ নেই। সোমবার শহরবাসীকে আশ্বস্ত করে এমনটাই বললেন কলকাতার মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিম। অযথা আতঙ্ক না ছড়িয়ে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। পাশাপাশি মুখ্য পুর প্রশাসক ফিরহাদ হাকিম জোর দিয়েছেন করোনা আক্রান্তদের সনাক্তকরণ ও এখনও যাঁদের টিকার দুটি ডোজ সম্পন্ন হয়নি, তাঁদের টিকাকরণে। কলকাতায় এখনই কন্টেনমেন্ট করা হবে না বলেও এদিন জানান ফিরহাদ। তিনি বলেন, সবার আগে প্রয়োজন যত বেশি সংখ্যক টেস্ট করিয়ে করোনা সংক্রমিতদের সনাক্ত করা। তারপর, মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করে সেই সংক্রমিতদের অন্যদের থেকে আলাদা রেখে চিকিৎসার মাধ্যমে দ্রুত সরিয়ে তোলার ব্যবস্থা করা। পুরসভা সূত্রে খবর, পুর এলাকার কোনও প্রেমিসেসে কেউ আক্রান্ত হলে, শুধুমাত্র সেই বাড়িকেই মাইক্রো কন্টেনমেন্ট জোন করা হবে। যদি কোনও বহুতল আবাসনে একাধিক মানুষ আক্রান্ত হন, তাহলে শুধুমাত্র সেই আবাসনকে মাইক্রো কন্টেনমেন্ট করা হতে পারে বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *