২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় তিনি একাই পরাস্ত করেছিলেন বিজেপিকে। এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোর বার্তা দিতে লখনউয়ে যাচ্ছেন মমতা। দলীয় সূত্রে খবর, সোমবার বিকেলেই লখনউয়ে পৌঁছে যাবেন মমতা। বিমানবন্দরে মমতাকে অভ্যর্থনা জানাবেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
মঙ্গলবার সকালে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকে বসবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তাঁদের যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেস আগেই ঘোষণা করেছে, ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তারা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করছে না। অখিলেশ যাদবের নেতৃত্বে বিরোধী জোটকে সমর্থন করছে। মঙ্গলবারের সাংবাদিক বৈঠক থেকে উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে মমতা কী বার্তা দেন, সেটাই এখন দেখার।